রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে রোড এক্সিডেন্টে একজনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে রোড এক্সিডেন্টে একজনের
মৃত্যু হয়েছে।
ঘটনা রবিবার দিবাগত রাত আনুমানিক দেরটায় ডোমার এশিয়ান হাইওয়ে রেল ক্রসিং নামক স্থানে শাহিন নামে (৩২) এক যুবক নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায় এশিয়ান হাইওয়ের নির্মাণাধীন আইল্যান্ডে মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে সিটকে পড়ে চালক ও আরোহী। চালক ছিলেন জাহেদুল,সীটে বসা
ছিল শাহিন।প্রত্যক্ষ দর্শীরা তাদের দ্রুত উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কম্পেলেক্সে নিয় গেলে কর্তব্য ডা. তাকে মৃত ঘোষনা করেন। নিহত শাহিন হোসেন তারাগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বুধা মামুদের ছেলে।সে ডোমার বাজারস্থ একটি হোটেলের গ্রিল কাবাব কারিগড়। জাহেদুল ইসলাম (২৭) ও একই হোটেলে নানরুটি কারিগড় ও নীলফামারী সদরের ফারুক হোসেনের ছেলে।
ডোমার থানা অফিসার ইনর্চার্চ মাহামুদ উন
নবী রোড এক্সিডেন্টে মৃত্যর বিষয় ও আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন।