রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলার বন্যার্তদের পাশে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-খাগড়াছড়ি এর আলোচনা সভা। নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটো নিষিদ্ধ ঘোষণা। শিক্ষা উপকরণ বিতরণ করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নব নিযুক্ত হওয়ায় অংচিংনু মারমাকে সংবর্ধনা সরকারি-বেসরকারি নাবিকদের সমান সুযোগ দাবি বেকার নাবিকদের বন্যার্তদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট এ্যালমনাই,চট্টগ্রাম কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বন্যাদুর্গত এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর; গাড়িসহ ড্রাইভার আটক।

বৃহত্তর চট্রগ্রাম কাস্টমস এজেন্টস ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বৃহত্তর চট্রগ্রাম কাস্টমস এজেন্টস ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত

হোসেন বাবলা :১৭জানুয়ারি

বৃহত্তর চট্রগ্রাম কাস্টমস এজেন্টস ফোরামের এক মত-বিনিময় সভা গতকাল ১৬ জানুয়ারি সোমবার বিকাল ৫টায় সংগঠনের অস্হায়ী কার্য্যালয় — আর,বি কোর্ট (নীচ তলা), ৫৪- আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ।
ফোরামের আহবায়ক হাসান মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল খানের উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন — সিরাজুল মনোয়ার , শওকত আলী , গোলাম ফারুক ডলার , নুর মোহাম্মদ , শিহাব চৌধুরী বিপ্লব , নুরুল আবছার , এহসানুল আজিম লিটন , মহিউদ্দিন মন্জু , আবু তাহের ,এম.এ কাশেম , শংকর সেন ।


সভায় বক্তারা এই ধরনের ফোরাম গঠনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ফোরামের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন ।
সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহবায়ক মোর্শেদ আলী , যুগ্ম-আহবায়ক রোকন উদ্দিন মাহমুদ , ফোরামের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাধন কান্তি বড়ুয়া , সজল কান্তি চৌ. সাইফুল ইসলাম , আযম হায়দার , আহমেদ শহীদ উদ্দিন , জাহাঙ্গীর আলম টিপু ,তাজুল ইসলাম , নুরুল আলম , শিবু রন্জন দে , শফিউল আযম খান প্রমুখ ।
উক্ত মতবিনিময় সভায় আগামী ফেব্রুয়ারি মাসে ফোরামের আত্ম-প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয় ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com