বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটো নিষিদ্ধ ঘোষণা। শিক্ষা উপকরণ বিতরণ করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নব নিযুক্ত হওয়ায় অংচিংনু মারমাকে সংবর্ধনা সরকারি-বেসরকারি নাবিকদের সমান সুযোগ দাবি বেকার নাবিকদের বন্যার্তদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট এ্যালমনাই,চট্টগ্রাম কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বন্যাদুর্গত এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর; গাড়িসহ ড্রাইভার আটক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বন্দর থানা যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ জন আটক।


সিএমপি কোতোয়ালী থানার অভিযানে রামদা, ছুরিসহ প্রাইভেটকার-যোগে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৫ জন আটক।

ডেক্স নিউজঃ- সি এম পি মিডিয়া

সিএমপি কোতোয়ালী থানার এসআই/মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৯/০১/২০২৩ খ্রিঃ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে একটি করোলা প্রাইভেটকার, একটি একটি রামদা, একটি নাম্বারপ্লেট, গাড়ির নাম্বার প্লেটের সংখ্যা পরিবর্তনের জন্য ব্যবহৃত দুটি সংখ্যায় লিখা স্কচটেপ মোড়ানো কাগজের টুকরা, প্লাস্টিকের বাটযুক্ত ০১টি পুরাতন স্ক্রু ড্রাইভার, ০১টি নেভি-ব্লু রংয়ের ট্রাভেল ব্যাগ, ০১টি টিপ ছোরা, ০১টি ফোল্ডিং ছোরা, ০১টি ছিনতাইকৃত বাটন মোবাইল, একটি লোটো ব্র্যান্ডের মানিব্যাগ এর ভিতর একটি জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডসহ দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন, মোঃ ফরহাদ প্রঃ দিদার, মোঃ আসিফ হোসেন ও মাহফুজুর রহমান আদনানকে আটক করেছে।

মোঃ দেলোয়ার হোসেন (২১), পিতা-আশরাফ উদ্দিন, মাতা-আয়েশা বেগম, সাং-পুঁইছড়ি, প্রেমবাজার, মলার পাড়া, গুনু বাপের বাড়ি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম বর্তমানে-বড় পুকুর পাড়, ইয়াকুব কলোনী, বহদ্দারহাট, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।

সাজ্জাদ হোসেন (২৪), পিতা-নুরে আলম মিতু, মাতা-বিবি হাজেরা, সাং-ফজল মেম্বারের বাড়ি, ৭নং ওয়ার্ড, ১২নং কোদালা ইউপি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-লিয়াকতের ভাড়াঘর, কাজীর বাড়ি, কাজীরহাট, কাপ্তাই রাস্তার মাথা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।

মোঃ ফরহাদ প্রঃ দিদার (২৪), পিতা-মোঃ হানিফ, মাতা-ছালেহা বেগম, স্ত্রী-হাসিনা আক্তার, সাং বেতুয়া বাজার, ব্রাহ্মণপাড়া, মাছ ব্যবসায়ী বাবুলের বাড়ি, মাইজপাড়া, ৬নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার বর্তমানে-বহদ্দারহাট, বরইপাড়া, ইউসুফ সওদাগরের ভাড়া বাসা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।

মোঃ আসিফ হোসেন (২১), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-শাহানারা বেগম, সাং-নজু মিয়া হাট, বুড়ির চর, নয়া গাড়ির বাড়ি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।

মাহফুজুর রহমান @ আদনান (২৩), পিতা-মোঃ নাছের উদ্দিন, মাতা-নুর আয়েশা বেগম, সাং-কালা কাজীর বাড়ি, কুয়াইশ কলেজের পিছনে, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম। জানিয়েছেন সিএমপি মিডিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com