শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
শরীর ও সুস্থ জীবন
ডেক্স নিউজঃ-
সিএ টিভির আয়োজনে চট্টগ্রামের কেয়া দাশ
শারীরিক সুস্থতা বিষয়ে সচেতনতা বাড়াতে আমেরিকা থেকে প্রচারিত অনলাইন টেলিভিশিন ক্যালিফোর্নিয়া টিভির নিয়মিত আয়োজন ‘শরীর ও সুস্থ জীবন’ অনুষ্ঠানের প্রথম পর্বে নানা পরামর্শ দিয়েছেন শাররীরিক ফিটনেস প্রশিক্ষক কেয়া দাশ। গত ৩০ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠানটির উদ্বোধনী পর্ব সিএটিভির ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য লিংকে একযোগে প্রচারিত হওয়ার পর প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএটিভির শুভানন্দ পুরী মহারাজ।
প্রসঙ্গত অনুষ্ঠানের বিশেষ অতিথি কেয়া দাশ শারীরিক সুস্থতা বিষয়ক নানা কলা কৌশল সম্পর্কে বিস্তারিত মতামত তুলে ধরেন। কেয়া দাশ একজন প্রত্যয়িত ফিটনেস প্রশিক্ষক। গত ৬ বছর যাবত এবিষয়ে তিনি কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি দৈনিক সমকালের ডিজিএম এবং ডেইলি কমার্শিয়াল টাইমস পত্রিকার প্রকাশ সম্পাদক লায়ন সুজিত কুমার দাশের কন্যা। ধারাবাহিকভাবে আয়োজনটি প্রচারিত হচ্ছে ক্যলিফোর্নিয়া টেলিভিশনের ইউটিউব ও অন্যান্য চ্যানেল লিংকে। বিজ্ঞপ্তি ##