রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
”বন্দরটিলায় আওয়ামী লীগের মতবিনিময় সভায় মেয়র প্রার্থী রেজাউল ”
যেকোন কিছুর বিনিময়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে
প্রেসবিজ্ঞপ্তীর খবরঃ০৩অক্টোবর
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের মতবিনিময় সভায় মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম ০৩অক্টোবর শনিবার বন্দরটিলাস্থ কাটাখালী আলীশাহ সরকারী প্রাঃ স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্য কালে বলেন,যেকোন কিছুর বিনিময়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।
জননেত্রী শেষ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে নৌকার বিজয় ধরে রাখতে না পারলে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি অন্যায় করা হবে। শেখ মুজিবের আর্দশর প্রতিক নৌকাকে সর্বাত্মক জয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ আবশ্যক। এছাড়া প্রতিটা ওয়ার্ডে নৌকার সমর্থনে জনমত গড়ে তোলার দৃঢ় আহবান করেন। তিনি আরো বলেন, সাবে সিটি মেয়র এবিএম মহিউদ্দিনের ন্যায় আমিও নির্বাচিত হলে, নগরীতে কোন হোল্ডিং টেক্স,পৌরকর এবং চসিকের নামে কোন অনৈতিক টেক্স নিবেন না বলে জোর কণ্ঠে ঘোষনা দেন।
৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন চসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক মতবিনিময়ের অংশ হিসেবে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কমিশনার হাজী আসলামের সঞ্চালনায়ে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর আঃলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা আহবায়ক হাজী হারুন উর রশিদ,আবু তাহের, ৩৯নং ওয়ার্ড আঃলীগের ভারপ্রাপ্ত সাঃসম্পাদক আকবর হোসেন কবি।
আরো বক্তব্য রাখেন নগর যুবলীগ আহবায়ক মহিউদ্দিন বাচ্চু,কাউন্সিলর প্রার্থী হাজি জিয়াউল হক সুমন,আঃলীগ নেতা সেলিম আফজাল, কেন্দ্রিয় সদস্য ওয়াসিম আক্রাম,মুক্তিযোদ্ধা এটিএম শামসুল ইসলাম, ফরিদ নেওয়াজ ,আঃলীগ নেতা ডাঃফসিউল আলম,লোকমান হাকিম,মোঃ জাবের হোসেন,মোঃ সালাউদ্দিন, হাজী আব্দুর রউফ,আনোয়ার হোসেন,হাজী আক্কাস সওঃ ,নেছার মিয়া আজিজ,নরুল বশর,আলী নেওয়াজ,হাজী সাহাবুদ্দিন,ছালেহ আহম্মদ,প্রবিন আঃলীগ নেতা মোঃ ইলিয়াছ,আব্দুল কাদের,এম.এ গফ্ফার, দোস্ত মোহাম্মদ,যুবলীগের সাঃসম্পাদক সেলিম রেজা,জামাল উদ্দিন, মোঃ দিদার, মোঃ হারুন, বেলাল হোসেন,সাহেদ,স্বেচ্ছাসেবকলীগের হাজী ফরিদুল আলম,মামুনুজ্জামান মামুন, মহিলা আঃলীগ সভানেত্রী শারমিন সুলতানা, কামরুন্নাহার বেবী,নাছিমা আক্তার, রুমনা আক্তার,তাতীঁলীগের আনোয়ারুল করিম রুশদী,শ্রমিকলীগের জাহেদ হোসেন,ছাত্রলীগের ইকবাল হোসেন নয়ন, জিয়াউদ্দিন জিয়া,জোবায়ের খলিল দীপু,ফারুখ হোসেন সুমন,ইফতেকার হোসেন জিসান, অয়ন প্রমুখ।
সভায় নৌকা ও লাঠিমের সমর্থনে আওয়ামী লীগের নেতাকমীদের ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক কাজ করতে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবার একমত পোষন করেন।
ছবি সহ খবর—হোসেন বাবলা, ইপিজেড-চট্টগ্রাম,০১৯৭৯-৩৪৫৬১৫।