শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
নওয়াপাড়া ৫ কবর এলাকায় ৪র্থ দিনের মতো এলাকা বাসির উদ্বোগে ফ্রী হোমিওপ্যাথি ঔষধ বিতরণ।____________________________
ডেক্স নিউজ ঃঃ-
নওয়াপাড়া ৫ কবর এলাকায় ৪র্থ দিনের মতো এলাকা বাসির উদ্বোগে জনগনের মাঝে ফ্রী হোমিওপ্যাথি ঔষধ, সাবান,মাক্স,ও লিফলেট বিতরন করা হয়। আজ বিকালে উক্ত কর্ম’সৃচিতে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার মোস্তফা কামাল, বিশিষ্ট হোমিওপ্যথিক চিকিৎসক ডাঃ আব্দুল আজিজ, ডাঃ এমরান আহম্মেদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, শেখ আলি আনছার, মোঃ আমির হোসেন, বি এল কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসার মোঃ জোবায়ের হোসেন, ,শ্রমিক নেতা শেখ আব্দুল ওহাব, শেখ আলাউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আতিয়ার রহমান বাবু, বদরুল আলম পিন্টু, কওছার মোল্যা, ইব্রাহিম সরদার, মোঃ লুৎফর রহমান, নওয়াপাড়া স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোল্যা হাবিবুর রহমান( হাবিব), বিশিষ্ট সমাজ, তাফসির মোল্যা, মাসুদ বিশ্বাস, মোল্যা,আলমগির হোসেন প্রিন্স, মোঃ জামির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ আমির হোসেন বিএম বিল্লাল হোসেন, মোঃ লিটু বিশ্বাস,। উক্ত কম’ সৃচিতে ৮০০ শতাধিক মানুষের সেবন করার জন্য ফ্রী হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করা হয়। এ কর্মসুচিতে শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।